বিশেষ প্রতিনিধি:বাংলাদেশ জামাতে ইসলামী ভাঙ্গুরা উপজেলা শাখার নির্বাচিত শূরা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান জায়াতের উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
১৬ নভেম্বর শনিবার সকালে জায়াতের উপজেলা কার্যালয়ে বাংলাদেশ জামাতে ইসলামী ভাঙ্গুরা উপজেলা শাখার নির্বাচিত শূরা সদস্যরা ভাঙ্গুরা উপজেলা আমির মাওলানা মোঃ মহির উদ্দিন কে সহযোগিতা করার জন্য ৯ জন কর্মপরিষদ সদস্য এ শপথ গ্রহণ করে।

কর্মপরিষদ সদস্যরা হলেন- মাওলানা মোঃ মুজিবুর রহমান (নায়েবে আমির) , অধ্যাপক আবুল হাশেম (সেক্রেটারি), মাওলানা মোঃ আজহার আলী (বাইতুল মাল), মাওলানা মোঃ আব্দুল লতিফ (ওলামা), মোঃ আব্দুস সাদিক (যুব ও ক্রিয়া), মোঃ জিয়াউর রহমান অফিস (আইটি প্রচার) মাওলানা মোঃ নুরুল ইসলাম (শিল্প বাণিজ্য) মোঃ জিল্লুর রহমান (পেশাজীবী), মোঃ কুদরত আলী (শ্রমিক কল্যাণ) প্রমুখ।
এ সময় ৯ জন কর্মপরিষদ সদস্যরা নিজ নিজ শপথ বাক্য পাঠ করে শপথ গ্রহণ করে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod