Breaking News :

ভাঙ্গুড়ায় অস্ত্রের মুখে ব্যবসায়ীর টাকা ও মোবাইল ফোন ছিনতাই

ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল গতিরোধ করে অস্ত্রের মুখে বিকাশ মিলন হোসেন নামের এক ব্যবসায়ীর প্রায় সাড়ে নগদ ৩ লক্ষ টাকা ২টি স্মার্ট ফোন ও ৮টি বাটন ফোনসহ প্রায় ৫ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা এমন অভিযোগ উঠেছে । মঙ্গলবার(১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের সারুটিয়া রেললাইন মোড়ে এ ঘটনাটি ঘটেছে। ব্যবসায়ী মো. মিলন হোসেন ভাঙ্গুড়া পৌরসভার বাস টার্মিনাল এলাকায় ইলেকট্রনিক্সের দোকান ও বিকাশ ব্যবসায়ী । তিনি পাটুলীপাড়া সরকারপাড়া মহল্লার মো. আমির হোসেনের ছেলে। এ ঘটনায় মিলন হোসেন ভাঙ্গুড়া বুধবার সকালের দিকে থানায় একটি জিডি করেছেন।

জানা যায়, বিকাশ ব্যবসায়ী মো. মিলন হোসেন প্রতিদিনের মতো রাত দশ টার দিকে ভাঙ্গুড়া বাজারের বাসস্ট্যান্ড এলাকায় মিলন বিকাশ পয়েন্ট দোকান বন্ধ করে নিজ মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। এ সময় তার বাড়ির পাশে সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রেললাইন মোড় নামক স্থানে পৌঁছালে। মুখ বাঁধা দুই জন ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাকে ধারালো অস্ত্র মুখে জিম্মি করে তার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগের মধ্যে নগদ সাড়ে ৩ লাখ টাকা,বিকাশ একাউন্টে ,নগদ একাউন্টে মিলে প্রায় ৫ লাখ টাকার মত ক্ষতি হয়েছে। সেই সাথে তার ব্যাগে, ২ টি স্মার্টফোন,৮ টি বাটন ফোন ছিল সে গুলোও নিযে যায় দুর্বৃত্তরা। মিলনের চিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মোঃ শফিকু ইসলাম বলেন, খবর পেয়ে তিনি নিজে ও তার টিম নিয়ে ঘটনা স্থলে পরিদর্শন করেছেন। ছিনতাইয়ের বিষয়ে ভাঙ্গুড়া থানায় একটি জিডি হয়েছে।   তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com