সদ্য সাফজয়ী বাংলাদেশ নারী দলকে দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ শনিবার বাফুফের নবগঠিত কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গণমাধ্যমে নারী দলের টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, ‘সাফ জয়ী মেয়েরা যে সুনাম বয়ে এনেছে, দুই বার চ্যাম্পিয়ন হয়েছে। এ জন্য আমাদের নতুন কমিটি তাদের দেড় কোটি টাকা দেবে। এটা আজ সিদ্ধান্ত হয়েছে।’
এর আগে গত ৩০ অক্টোবর সাফ ফাইনালে নেপালকে হারানোর পরের দিন বিসিবি নারী দলকে ২০ লাখ টাকা দেয়ার কথা জানায়। এরপর এক কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod