
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য (এমপি) ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। কিন্তু এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। দেশের গণতন্ত্রকে ব্যাহত হতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করা হবে।’
আজ শনিবার সকালে লক্ষ্মীপুর শহরে জেলা জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির।
চাঁদাবাজ, স্বৈরাচারী, সন্ত্রাসী ও দুনীর্তিবাজদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘নির্বাচন কমিশনসহ সকল খাত দ্রুত সংস্কার করে নির্বাচন দিন। নির্বাচন নিয়ে কালক্ষেপণ করবেন না। এই কালক্ষেপণ জনগণ মেনে নেবে না।’
সভায় ঢাকা উত্তর জামায়াতের সেক্রেটারি ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. রেজাউল করিম বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলন ও তাদের নিয়ে কেউ কেউ বিরূপ মন্তব্য করবেন না। এটা কোনোভাবে বরদাশত করা হবে না। ছাত্র-জনতার এই আন্দোলনে আমরা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাই কাউকে খাটো করে দেখার কিছু নেই। সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে অগ্রসর হচ্ছি, তা নিয়ে আমাদের কাজ করতে হবে।’
জামায়াতের জেলা আমির রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি ফারুক হোসাইন নুর নবীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির এআর হাফিজ উল্যাহ, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, সহ-সেক্রেটারি মহসিন কবির মুরাদ ও নাছির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, জেলা শিবিরের সভাপতি মনির হোসেন, শহর শিবির সভাপতি আরমান হোসেন পাটওয়ারী, সেক্রেটারি ফরিদ উদ্দিনসহ আরও অনেকে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod