মার্কিন প্রেসিডেন্ট পদে জয়লাভ করায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার ডোনাল্ড ট্রাম্পকে এক শুভেচ্ছাবার্তা পাঠান তিনি।
শুভেচ্ছাবার্তায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪-এ আপনার (ট্রাম্প) বিজয়ের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া, আপনার নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে নাড়া দেওয়ারই প্রতিফলন। আপনার তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে বলে আমি আত্মবিশ্বাসী।’
প্রধান উপদেষ্টা লিখেছেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আপনার আগের মেয়াদে এই সম্পর্ক গভীর ও প্রশস্ত হয়েছিল। আমি আমাদের অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আমাদের দুই বন্ধুত্বপূর্ণ দেশের অংশীদারত্বের নতুন উপায় খোঁজার দিকে কাজ করার অফুরন্ত সুযোগ রয়েছে।’
শুভেচ্ছাবার্তায় তিনি আরও লেখেন, ‘একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রতি আমাদের অঙ্গীকার রয়েছে। আর এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের সরকার ও শান্তিপ্রিয় জনগণ শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার প্রচেষ্টায় অংশীদারত্ব ও সহযোগিতার জন্য মুখিয়ে আছে।’
শুভেচ্ছাবার্তার শেষ দিকে ড. ইউনূস লেখেন, ‘আপনার শ্রেষ্ঠ জাতিকে নেতৃত্বদানের গুরুত্বপূর্ণ যাত্রায় আহরণ করায় দয়া করে আমার শুভেচ্ছা গ্রহণ করুন।’
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod