পাবনার ভাঙ্গুড়ায় বড়াল নদীতে কাগজের নৌকা ভাসাতে গিয়ে হুজাইফা (৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শিশুটি ফরিদপুর জেলার কোতোয়ালি উপজেলার হাবিলী গোপালপুর গ্রামের সবুজ আলীর পুত্র। মঙ্গলবার( ৫ নভেম্বর) পৌরশহরের কলেজ পাড়া এলাকায় বড়াল নদীতে এই দুর্ঘটনা ঘটে।
গত গত কয়েকদিন আগে তার মায়ের সঙ্গে পৌরশহরের কলেজপাড়ার মামার বাড়ি বেড়াতে এসেছিল শিশুটি। এদিকে ঘটনার পর থেকে স্থানীয় লোকজন নদীতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ,থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও রাজশাহীর একটি ডুবুরি দল ৭ ঘন্টা চেষ্টার করেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে কলেজপাড়া রুহুলের বাড়ির পাশের বড়াল নদীর পানিতে কাগজের নৌকা ভাসাচ্ছিল কয়েকজন শিশু। কিছুক্ষণ পরে নদী থেকে কাগজের নৌকা তুলতে পানিতে নামে হুজাইফা নামের ওই শিশু। এ সময় পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় সে। ঘটনার পরেই স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে থানা-পুলিশ,ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা প্রায় ৩ ঘন্টা উদ্ধার তৎপরতা চালায়। এরপরও নিখোঁজ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্থানীয় লোকজন মিলে প্রায় ৭ ঘন্টা চেষ্টা চালায়। আপাতত উদ্ধার কাজ বন্ধ
ঘোষণা করা হয়েছে। তবে শিশুটিকে খুঁজে পেতে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod