সার্বজনীন শিক্ষা চাই, বৈষম্যর অবসান চাই, ধর্মীয় রাস্ট্র নয় ধর্মনিরপেক্ষ রাস্ট্র চাই, ধর্ম যার যার দেশ সবার এই শ্লোগান কে সামনে রেখে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর আয়োজনে ধর্মীয় সংখ্যালঘুদের আট দফা দাবি বাস্তবায়নের জন্য ঢাকাসহ সারাদেশে সংখ্যালঘু ঐক্যমোর্চার সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়
২রা নভেম্বর শনিবার বিকেল চারটায় পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড এ পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল কর্মসূচি করা হয়,
উক্ত মানববন্ধন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সহ-সভাপতি গৌরাঙ্গ ঘোষ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিনয় জ্যোতি কুন্ডু এর সঞ্চালনায় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ এর পাবনা জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা।

বক্তারা বলেন আমরা এদেশের সংখ্যালঘু নয় আমরা এদেশের নাগরিক। আমাদেট যৌক্তিক দাবী আদায়ের লক্ষ্যে আমরা রাস্তায় নেমেছি, কিন্তু দুঃখের বিষয় গত পাঁচই আগষ্ট সরকার পরিবর্তন হওয়ার পর দেশের এমন কোন জেলা নেই যেখানে আমাদের লোকজন এর উপর হামলা চালানো হয়নি, শুধু হামলা করেই ক্ষান্ত হয়নি দেওয়া হয়েছে নানা রকম মিথ্যা মামলা, আমাদের সনাতনী প্রায় একশ এর অধিক পুলিশ কমকর্তা কে চাকরিচ্যুত করার পাশাপাশি নানা হয়রানির করা হয়।

উক্ত মানববন্ধন এ অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হিন্দু যুব ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সৌমিত্র সাহা অপু, পাবনা জেলা ছাত্র ঐক্য পরিষদ এর সভাপতি শুভ দাস, সাধারণ সম্পাদক অসীম রায় প্রমুখ প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন পাবনার বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মী সহ সাধারণ মানুষ অংশনেয় পরে মানববন্ধন শেষে মিছিল এ শ্লোগান দিতে দিতে জয়কালী মন্দির এ গিয়ে শেষ হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod