বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় চুরির ১০ দিন পর ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১ নভেম্বর) ভোরে ভাঙ্গুড়া থানা পুলিশ আটকৃত চোর সানোয়ার হোসেনের (৪২) বাড়ির গোয়াল ঘরের মেঝের মাটির খুঁড়ে এসব উদ্ধার করে।
ভাঙ্গুড়া পৌর শহরের শরৎনগর বাজারের আফরোজা পারভিন ইতি ও ইকবাল হোসেন শিক্ষক দম্পতির বাসা থেকে ১০ দিন আগে দিনের বেলায় বাসার তালা ভেঙ্গে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ ৮৫ হাজার টাকা চুরি করে চোর।
পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনায় জড়িত সন্দেহে জেলার বেড়া উপজেলার সাংশানেল গ্রাম থেকে সানোয়ার হোসেন নামে এক চোরকে আটক করে পুলিশ।
চোর সানোয়ার হোসেনকে আদালত রিমান্ড মন্জুর করেন।অবশেষে চোর সানোয়ার হোসেনের দেওয়া তথ্য মতে পুলিশ আজ শুক্রবার পাবনার বেড়া থানার সাংসানেল পাড়া সানোয়ারের গ্রামের বাড়িতে গোয়াল ঘরের মেঝে খুঁড়ে এই স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করে। এই স্বর্ণালংকার ও টাকা দেখে এই দম্পতি নিজেদের বলে দাবি করেন।
ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘গত ২০ অক্টোবর সকাল ১১টার দিকে দরজার তালা ভেঙে ওই দম্পতির বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি হয়।বিভিন্ন সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে অনুসন্ধানের একপর্যায়ে সানোয়ার হোসেনকে গ্রেপ্তারে করে জেলহাজতে প্রেরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার আদালত থেকে তাকে রিমান্ডে নেওয়া যায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে থানায় চুরির মামলা দায়ের হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod