রক্তাক্ত ২৮ শে অক্টোবর ২০০৬ সালের পল্টন সহ সারাদেশে হত্যাকাণ্ডের প্রতিবাদে আওয়ামী লীগের বিচার দাবিতে জামায়াত ইসলামী ভাঙ্গুড়া শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮অক্টোবর) বিকালের দিকে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ভাঙ্গুড়া বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০০৬ সালের ২৮ শে অক্টোবর পল্টনসহ সারাদেশে আওয়ামী লীগের হত্যাযজ্ঞের কথা উল্লেখ করে বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতে ইসলামী (তরবিয়্যাত) সহকারি সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আজগর। এ সময় তিনি বলেন, যতবার থানায় গিয়েছি আসামী হয়ে। কিন্তু জামায়াত ইসলামীর নেতাকর্মী ছিল সম্পূর্ন নিরাপরাধ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও বক্তব্য দেন উপজেলা জামায়াতে আমির মো. মহির উদ্দিন, নায়েবে আমির মুজিবর রহমান,মাওলানা জহুরুল ইসলামসহ প্রমুখ। এ সময় উপজেলা জামায়াত ইসলামীর নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে বিকাল ৩টার দিক থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা বিভিন্ন যানবাহন নিয়ে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজ মাঠে উপস্থিত হয়।
এরপর সমবেত হয়ে একটি বর্ণাঢ্য র্যালী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাঙ্গুড়া বাজারের বাসস্ট্যান্ড এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে হাজির হয়।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod