পাবনার ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি: ৪০ ভরি সোনা,২০ লক্ষ টাকা লুট
পাবনায় হোটেল কর্মচারীর ফাঁস নিয়ে আত্মহত্যা

পাবনা লাইব্রেরি বাজারের মতিউল ইসলাম খোকনের ভাড়া বাসায় জাহিদ হোসেন (২৬) নামক যুবকের গলায় ফাঁ*স নিয়ে আত্ম*হত্যা। নিহতের বাড়ি বরিশাল জেলার বাকের গঞ্জ থানার নিয়ামতি গ্রামের মোঃ মোতালেব খাঁ এর ছেলে।
নিহত জাহিদ পাবনা শহরে পুলিশ লাইন এ অবস্থিত আইকন ডাইন নামক রেস্টুরেন্টের কর্মচারী, সে রেস্টুরেন্টের মালিক হাসনাত ফেরদৌস এর ভাড়া বাসায় থাকতেন এ বিষয়ে রেস্টুরেন্টের আরেক কর্মচারী মেহেদী বলেন বাসায় আমরা সারাদিন কেউ থাকিনা সবাই রেস্টুরেন্টে কাজ করি। আমার সাথে জাহিদ গতরাতে কথা বলে আমার ফোন থেকে দীর্ঘ সময় কথা বলেন এবং ফোন ফেরত দেওয়ার সময় দুইটা নাম্বার দেখিয়ে বলেন এই নাম্বার থেকে কল আসলে রিসিভ না করতে, তারপর আর কথা হয়নি সকালে অন্য একজন কে বলেন আজ রেস্টুরেন্টে বিকেলে যাবো আমার শরীর খারাপ, দুপুরে অফিসে সবাই একসাথে খাওয়ার জন্য জাহিদ কে ফোন দিলে রিসিভ না করলে বাসায় এসে দরজা বন্ধ পেয়ে জানালা দিয়ে ঝুল*ন্ত অবস্হায় আছে। তখন রেস্টরেস্টুরেন্টের মালিক কে জানানো হয় তিনি এসে থানায় খবর দেন। জাহিদ অনেক মিশুক ছিলেন সবসময় হাসিখুশি থাকতেন, এ বিষয়ে আইকন ডাইন এর মালিক হাসনাত ফেরদৌস বলেন জাহিদের এমন অবস্থা দেখে আমি থানায় খবর দিলে পুলিশ আসে। জাহিদ জুলাই মাসের ৭ তারিখে আমার প্রতিষ্ঠান এ জয়েন্ট করেন। সে অবিবাহিত বাবা মায়ের সাথে থাকতো বেতন পেলে বাবার কাছে টাকা পাঠাতো কোনদিন শুনিনি পরিবারের সাথে ঝামেলা, কিন্তু কেন এমন করলো বুঝতে পারছি না। পাবনা সদর থানার তদন্ত কর্মকর্তা এসআই আবু রায়হান বলেন প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি প্রেমঘটিত বিষয়ে আত্মহত্যা করতে পারে। তবে সুরতহাল প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলতে পারবো।