পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে সানাউল্লা সানা নামের দুর্ধষ (তালা ভাঙ্গা) চোরেক আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।
গত শনিবার (২৬অক্টোবর) বিকালের দিকে ভাঙ্গুড়ার বিভিন্ন বাসায় চুরি হওয়া ভিডিও ফুটেজ দেখে তাকে বেড়া থেকে আটক করা হয়। তিনি বেড়া থানার স্যান্ডাল পাড়ার আব্দুস সালাম এর পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভাঙ্গুড়া ও চাটমোহরসহ বেশ কয়েকটা চুরির ঘটনার দায় স্বীকার করেছেন। পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জরল হাজতে প্রেরণ করেছেন।
ভাঙ্গুড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ আব্দুল করিম জানান, আটককৃত সানাউল্লাহ সানা একজন সক্রিয় চোর চক্রের সদস্য। তিনি একজন তালা ভাঙ্গা চোর নামেও খ্যাত। যে কোনো ধরনের তালা কয়েক মিনিটের মধ্যেই তিনি ভেঙে ফেলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঐ চোরাই এ তথ্য স্বীকার করেছে ওই চোর এই তথ্য স্বীকার করেছেন।
তিনি আরো স্বীকার করেছেন যে, ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলার আলোচিত বেশ কয়েকটি চুরির সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। তিনি আরো জানান, অধিকতর জিজ্ঞাসাবাদে জন্য আগামী দিনে আদালতের কাছে রিমান্ড চাওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod