মোঃ আলাল উদ্দিনঃ পাবনা জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আনিসুল হক বাবু বলেন, কুরআন হলো পৃথিবীর শ্রেষ্ট কিতাব, যে ব্যাক্তির মাঝে প্রকৃত কুরআনের শিক্ষা আছে তার দ্বারা সমাজ ও রাষ্ট্রের কল্যান বয়ে আনে। আজ সকাল ১১টায় পাবনা সদর উপজেলা চর ভাঁড়ারা রজব আলী শেখ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে কোরআন হাতে ও ছবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, তিনি আরো বলেন প্রত্যেক পিতা মাতার উচিত নিজে কুরআন শিক্ষার পাশাপাশি সন্তানদের কুরআন শিক্ষা নিশ্চিত করা,আখিরাত ও দুনিয়ায় এর সুফল পাবে। এ বিষয়ে পাবনা জেলা বিএনপি সবসময় তাদের পাশে থাকবেন বলে জানান তিনি।
এসময় ছাত্রদের হাতে কুরআন শরীফ তুলে দেন মুহ্তামিম হযরত মাওঃ মুফতি নাজমুল হাসান।অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য পাবনা জামেয়া আশরাফিয়া নায়াবে মুহ্তামিম হযরত মাওঃ মুফতি নাজমুল হাসান দুঃখ করে বলেন, মাদ্রাসায় পাঠদানের সময় ছাত্র,ছাত্র শাসন করলে তার অবিভাবকরা না বুঝে অনেক খারাপ ব্যাবহার করে।
তাদের বুঝতে হবে, শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর, তাই শাসন করার অধিকার রাখে। বিনা অপরাধে কেউ শিক্ষকের সাথে খারাপ ব্যাবহার করবেন না।বিষেশ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব নজরুল ইসলাম নজু। পাবনা জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জনাব ফিরোজ মাহমুদ, পরিচালনায় হাফেজ মাওলানা মোঃ আবু সাইদ, সার্বিক তও্বাবধানে, মোঃ মহিদুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod