Breaking News :

ভাঙ্গুড়ায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পাবনার ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প,বৃক্ষ রোপণ ও রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা ও পৌর যুবদল এই কর্মসূচির আয়োজনে পৌরশহরের শরৎনগর বাজার এলাকায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম এর উদ্বোধন করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম ।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাবেক সাংগঠনিক সম্পাদক  জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপি’র আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম,যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টিটু প্রমুখ।

এ সময় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাব হোসেন খান,যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান শাহীন,উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফ্রি মেডিকেল স্বাস্থ্যসেবা ও রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এছাড়া পৌরশহরের বিভিন্ন জায়গায় ফলদ,বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com