পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে উপজেলা কৃষকদলের আহবায়ক আখিরুজ্জামান মাসুমকে সভাপতি,সদস্য সচিব আব্দুল মালেককে সাধারণ সম্পাদক ও কামাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়। পাবনা জেলা কৃষকদলের আহবায়ক মো. সফিউল আলম শফি ও সদস্য সচিব অধ্যাপক সামছুর রহমান শামস ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন। আজ বৃহস্পতিবার দুপুরে কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কৃষকদলের আহবায়ক মো. সফিউল আলম শফি।
নবগঠিত কমিটির সভাপতি আখিরুজ্জামান মাসুম বলেন, যে স্বপ্ন নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী কৃষকদল গঠন করেছিলেন,সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি কাজ করে যাবেন। উপজেলা কৃষকদলকে আরও সুসংগঠিত করে বিএনপি’র হাতকে শক্তিশালী করবেন।এছাড়া কমিটি অনুমোদন দেওয়ায় তিনি জেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod