প্রতিদিনের ডেক্স: পাবনার ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজারের বাসিন্দা প্রভাষক আফ্রোজা পারভিন ইতি র বাসায় দিনের বেলায় চুরি হয়েছে।
রবিবার সকাল ১১টার দিকে চোর চক্র বাসার দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং বাসার আলমিরার তালা খুলে প্রায় দশ ভরি সোনার গহনা ও নগদ নব্বই হাজার টাকা চুরি করে নেয়।
টুটুল নামের এক ভদ্রলোক ইতি তার বাসার নিচ তলায় ভাড়া থাকেন। সকাল ১০টায় বাসা থেকে বের হয়ে তার কর্মস্থল বিবি কলেজে যান। এরপর তাদের ফ্লাটের এজন ভাড়াটিয়া দরজার তালা খোলা দেখে ইতি কে ফোন দেন।
দুপুর ১২টায় প্রভাষক আফ্রোজা পারভিন ইতি বাসায় ফিরে তিনি মুল দরজার তালা ভাঙ্গা ও শয়ন কক্ষের আলমিরা খোলা দেখতে পান। ঘটনার সময় তার স্বামী ইকবাল হোসেন নিজ কর্মস্থল সরকারি হাজী জামাল উদ্দিন কলেজে অবস্থান করছিলেন। তারা বাসায় ফিরে পুলিশকে খবর দেন।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো.শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে দিনের বেলায় চুরির ঘটনাটি দুর্ধর্ষ বলে আখ্যায়িত করেন। অফিসার ইনচার্জ মো.শফিকুল ইসলাম এবং ওসি তদন্ত মো. আব্দুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়েছেন।
নিকটস্থ বাসার মালিক অধ্যাপক মাহবুব উল আলম জানান,তিনি সকাল ১১টা পর্যন্ত বাইরে ছিলেন,বাসায় ফিরেই পাশের বাসা থেকে কান্নার চিৎকার শুনতে পান। পরে জানতে পারেন প্রভাষক ইতি এবং ইকবাল হোসেন দম্পতির বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। দিনের বেলায় এ ধরনের চুরির ঘটনায় সবাই আতংতিত বলেও তিনি জানান। তিনি অবিলম্বে দৃষ্কৃতিকারিদের সনাক্ত করে গ্রেফতারের দাবি জানান।।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod