Breaking News :

দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে সাবেক স্ত্রীর হামলায় বর আহত

দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে সাবেক স্ত্রীর হামলার শিকার হয়েছেন শফিকুল ইসলাম (২৫) নামে এক যুবক। লাঠি দিয়ে পিটিয়ে বর শফিকুলসহ তার সঙ্গে থাকা ৩ যাত্রীকে আহত করা হয়। মাইক্রোবাস থেকে তাদের নামিয়ে এই হামলা করা হয় বলে অভিযোগ করেছেন শফিকুল ইসলাম ও তার স্বজনরা।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ২০২২ সালের জানুয়ারিতে ফকিরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম পাসার মেয়ে পারভীন খাতুনের (২০) সঙ্গে শফিকুল ইসলামের প্রথম বিয়ে হয়। দেনমোহর নির্ধারণ করা হয় ৪ লাখ টাকা। আড়াই বছর দাম্পত্য জীবন কাটানোর পর শফিকুল তিন মাস আগে পারভীনকে তালাক দেন। তবে দেনমোহরের টাকা পরিশোধ না করেই তিনি দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নেন।

স্থানীয়রা আরও জানান, শফিকুলসহ বরযাত্রীদের গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। এতে শফিকুলসহ তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শফিকুলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পারভীন খাতুন জানান, শফিকুল তাকে তালাক দেওয়ার পর দেনমোহরের চার লাখ টাকা পরিশোধ করেননি। টাকা না দিয়ে তিনি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছিলেন। তাই তিনি শফিকুলের পথরোধ করেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com