সাবেক প্রধানমন্ত্রী শেখে হাসিনাকে অবিলম্বে ভারত থেকে দেশে নিয়ে এসে বিচারের দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
শুক্রবার (১৮ অক্টোবর) সকালে প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তিনি।
জয়নুল আবদিন ফারুক বলেন, ১৬ বছর বাংলাদেশকে মিথ্যার এক জগত বানিয়ে রেখেছিল শেখ হাসিনা। দেশের গণতন্ত্রসহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ আর চায় না।
ফারুক বলেন, শেখ হাসিনা অহংকার করে বলেছিল পালাবেন না। কিন্তু তিনি পালিয়ে গেলেন। ওয়ান এলিভেনে হাসিনার হাত না থাকলে তারেক রহমান বিদেশে থাকত না বলেও মন্তব্য করেন তিনি।
বিলম্ব না করে শেখ হাসিনাকে অন্তর্বর্তী সরকারের কাছে হস্তান্তর করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। তিনি বলেন, বিশ্বজিৎকে খুঁচিয়ে মারা আওয়ামী লীগকে দেশের মানুষ আর চায় না।
জনপ্রতিনিধি ছাড়া দেশের সংকট সমাধান সম্ভব নয় দাবি করে ফারুক বলেন, দিল্লিতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করতে চাইলে বিষদাঁত ভেঙে দেওয়া হবে। শেখ হাসিনাকে আদালতে আসতে হবে।
এ সময় তিনি বলেন, তারেক রহমানের নামে থাকা সকল মামলা প্রত্যাহার করতে হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod