পাবনার ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি: ৪০ ভরি সোনা,২০ লক্ষ টাকা লুট
পাবনায় গোসলখানার বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি:পাবনা পৌরসভার রাধানগর মহল্লার মজুমদার পাড়ায় অগ্রদূত গ্যারেজ সংলগ্ন বাসার ওয়াশরুমে রাখা বালতির পানিতে ডুবে শেষ্ঠ সাফল্য নামে এক বছর দুই মাসের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ অক্টোবর ২০২৪ খ্রি.) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সে পাবনা শহরের রাধানগর মহল্লার বদিউল আলম খানের ভাড়া বাসার নিচ তালায় বসবাসকারী আব্দুর রহমানের ছেলে।প্রতিবেশী ব্যবসায়ী সুমন খান শিশু মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় পাশের বাসার আরেক শিশুর সাথে খেলা করছে এমন ভেবে পরিবারের সবাই দৈনন্দিনের সাভাবিক সাংসারিক কাজে ছিলেন। মাগরিবের আযান দেওয়ার সাথে সাথে শিশুর নানী বাথরুমে ওজু করতে গেলে শিশুটিকে বালতির মাঝে পড়ে থাকতে দেখতে পায়। দ্রুত শিশুটিকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। শিশুর এমন করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।