আব্দুর রহিম:পাবনা জেলায় ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের হাটউধুনিয়া গ্রামের স্ত্রী কর্তৃক স্বামীর বিরুদ্ধে থানায় পর্নোগ্রাফি মামলা দায়ের করেছেন।
জানা যায় প্রেমিক সিয়াম হোসেন (২৪)এর প্রেমে পড়ে তাকে বিয়ে করেন প্রেমিকা (২২)। বিয়ের এক সপ্তাহ না যেতেই সে কৌশলে স্ত্রীর আপত্তিকর দৃশ্য তার মুঠোফনে ধারণ করে যৌতুক হিসাবে ৫ লক্ষ টাকা দাবি করেন।
স্ত্রী টাকা দিতে আপত্তি করায় তাকে টাকার ব্যবস্থা করার জন্য জোড় পূর্বক বাবার বাড়ি পাঠিয়ে দেয়।দীর্ঘদিন স্ত্রীর কোন খোজ খবর না নিলে সে নিজেই সংসার ধর্ম পালন করার জন্য লোক জনসহ স্বামীর বাড়ীতে যায়।
ঐ নারী বলেন, মুঠোফোনে সিয়ামের সঙ্গে তার সস্পর্ক গড়ে উঠে এবং গত ২৪ জুলাই ২০২২ তাদের বিয়ে হয় । এরপর সে ৬জুন ২০২৪ ইং পর্যন্ত একই সঙ্গে সংসার করে আসছিল। সম্প্রতি ৫ লক্ষ টাকার জন্য সিয়ামের সঙ্গে বনিবনা না হওয়া তাকে বাবার বাড়ী পাঠিয়ে দেয়।তারপর থেকে কোন খোজ খবর না নিলে বাধ্য হয়ে ১ সেপ্টেম্বর২০২৪ পাবনা আমলী আদালতে যৌতুকের মামলা করি।মামলা করার পর থেকে মুঠোফনে আমাদের আপত্তিকর ভিডিও পাঠিয়ে দেয়। এবং নানান হুমকি ধামকি দিতে থাকে ও আমাদের অন্তরঙ্গের ছবি বিভিন্ন সোস্যাল মিডিয়াতে পোষ্ট করতে থাকে।সে কারণে আমার স্বামীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দিয়েছি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিক ইসলাম বলেন গত রবিবার(৬অক্টোরব) পাবনা আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটিকে আমলে নিয়ে থানা পুলিশকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করলে পুলিশ শনিবার ভোর রাতে হাট উধুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod