পাবনার ভাঙ্গুড়ায় একরাতে আমজাদ হোসেন নামের এক কৃষকের গোয়াল ঘর থেকে তালা ভেঙ্গে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার(১১ অক্টোবর) গভীর রাতের কোনো এক সময় উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া পূর্বসীমান্ত পাড়ায় এ মর্মান্তিক চুরির ঘটনা ঘটে। বৃদ্ধ কৃষক আমজাদ হোসেন ওই গ্রামের মৃত লবু প্রাং এর ছেলে। আসহায় কৃষকের শেষ সম্বল সবকটি গরু চুরির ঘটনায় তিনি নিঃশ^ হয়ে গিয়েছেন। এতে ওই কৃষকের প্রায় সাড়ে নয় লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় শনিবার( ১২ অক্টোবর) কৃষক আমজাদ হোসেন ভাঙ্গুড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
কৃষক আমজাদ হোসেন কান্নাজরিত কণ্ঠে বলেন, আগের দিন রাত ১২টা দিকে দুইটা দুধের গাভি, একটি ষাঁড়, ও দুইটা বকনা বাছুরসহ মোট ৫টি গরুকে খাবার দিয়ে ঘুমিয়ে যাই । শুক্রবারে ভোরে গোয়াল ঘরে গিয়ে দেখি থেকে পাঁচটি গরু চুরি হয়েছে। তিনি ধারণা করছেন রাত দেড় টা হতে আড়াইটার মধ্যে তার গরু গুলি চুরি হযে থাকতে পারে। পরে অনেক খোঁজা খুজির পরও সেই গরু গুলির সন্ধান না পেয়ে তিনি হতাশায় দিশেহারা হয়ে পড়েছেন। এ সময় তিনি জানান, পাঁচটি মূল্য বর্তমান বাজারে প্রায় সাড়ে নয় লাখ টাকা হবে।
আমজাদ হোসেন এর প্রতিবেশী আলামিন হোসেন বলেন, কৃষক আমজাদ হোসেনের ডাক চিৎকারে এসে দেখি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ সময় নাইট গার্ড কে ফোন দেই এবং থানায় ফোন দিয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করি কিন্তু কোথায় গুরু গুলির কোনো সন্ধান পাওয়া যায় নি।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গরু চুরির খবর পেয়ে অতি দ্রুত ঘটনা স্থলে তিনি নিজে ঐ কৃষকের বাড়ি পরিদর্শন করেছেন । গরু চুরি রোধে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। এলাকাবাসীর সাথে কথা বলে তাদের সাথে রাতে পুলিশি টহলের পাশাপাশি সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod