প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৭:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৪, ৭:১৬ পি.এম
ভাঙ্গুড়ায় ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় ৫১তম গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বালক বালিকাদের কাবাডি,দাবা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত উপজেলা মাঠ চত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই খেলায় অংশগ্রহণ করে। দিনব্যাপী তিনটি ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিযোগিতা করে ক্রীড়া নৈপুন্য প্রদর্শন করে বিজয় অর্জন করে।

জানা গেছে, ৫১তম গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বালক বালিকাদের ৩ টি ইভেন্ট কাবাডি,দাবা ও সাঁতার দিন ব্যাপি উপজেলা মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়।
খেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়ামতি শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। খেলা শেষে বিকাল তিনটার দিকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাজমুন নাহার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিকুজ্জামান ।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আব্দুল হাকিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার রোজী,ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. ওয়ালী উল্লাহ , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বৃন্দ, ক্রীড়া শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod