ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। গোয়ালিয়রে চলমান এই ম্যাচে ভারতের বোলারদের বিপক্ষে দিশেহারা হয়ে পড়েছেন বাংলাদেশের ব্যাটাররা। দলীয় পঞ্চাশ রান করার আগেই ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। পঞ্চাশের পরপর আরও এক উইকেট হারায় দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ১০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৬৪ রানে ব্যাট করছে বাংলাদেশ। উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ।
গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে আজ টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথম ওভারেই লিটন কুমার দাসকে হারায় বাংলাদেশ। আরশদীপ সিংয়ের বলে মেরে খেলতে গিয়ে ত্রিশ গজের মধ্যেই বল উঠিয়ে দেন লিটন। ক্যাচ ধরতে কোনো ভুল করেননি রিংকু সিং। দলীয় তৃতীয় ও নিজের দ্বিতীয় ওভারে এসে আবারও আরশদীপের আঘাত। এবার পারভেজ হোসাইন ইমনকে সরাসরি বোল্ড করেন তিনি।
পাওয়ার প্লেতে আর কোনো বিপদ ঘটতে দেননি নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। তবে ষষ্ঠ ওভারে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ওভারেই মেডেন আদায় করে নেন মায়াঙ্ক যাদব। সপ্তম ওভারেই ফেরেন হৃদয়। বরুন চক্রবর্তীর বলে তেড়েফুড়ে খেলতে গিয়ে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দেন তিনি। ১৮ বলে মাত্র ১২ রান আসে এই ডানহাতির ব্যাটে। পাঁচে নামা মাহমুদউল্লাহ রিয়াদ টিকেছেন মাত্র ২ বল। মায়াঙ্কের বলে ওয়াশিংটন সুন্দরকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। একাদশে ফেরা জাকের আলিও ৮ রানের বেশি করতে পারেননি। বরুনের বলে সরাসরি বোল্ড হয়েছেন তিনি। এরপর শান্তর সঙ্গে জুটি বাধেন মিরাজ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ১৪ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। তাতে জয় মাত্র একটি। সেটি এসেছিল ২০১৯ সালে, দিল্লিতে। সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা হয়েছিল তাদের। ওয়েস্ট ইন্ডিজের নর্থ সাউন্ডে সে ম্যাচে ৫০ রানে হেরেছিল বাংলাদেশ। আর ভারতের মাটিতে ২০১৯ সালের পর ফের মুখোমুখি হচ্ছে দুদল।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod