Breaking News :

ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি:শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে ভাঙ্গুড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  আবার উপজেলা পরিষদ চত্বর স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার’র সভাপতিত্বে ও মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায়   বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিকুজ্জামান, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রফিকুল ইসলাম, ভেড়ামারা উদয়ন একাডেমীর প্রধান শিক্ষক হেদায়েতুল হক, ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, শরৎনগর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সোহেল আজিজ মো. মহসীন আলী, লামকান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাপী বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে   পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রায় ১৪০টি   সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে পালিত হচ্ছে দিবসটি। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও র‌্যালি, আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছিলো শিক্ষকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদানের নানা আয়োজন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com