আঃরহিম বিশেষ প্রতিনিধি: ভারতে বিশ্ব নবী হযরত মুহাম্মাদ (সা:) ও ইসলাম সম্পর্কে কটুক্তির প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা উলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি রকিব উদ্দিন আহমাদ এর সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৪ অক্টোবর) জুমার নামাজের পর পাবনা জেলা উলামা পরিষদ ভাঙ্গুড়া উপজেলা শাখার আয়োজনে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ জামে মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি ভাঙ্গুড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত আগস্ট মাসে রাসুল (সা.) কে নিয়ে কটূক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাঁকে সমর্থন দেন বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানে। মহানবী (সা.) কে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod