পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি-র রাজনৈতিক কার্যালয় ভাংচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ সাইদুল ইসলামকে পুলিশ আটক করেছে। বৃহস্প্রতিবার(০৩অক্টোবর) দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে ভাঙ্গুড়া থানা পুলিশ তাকে আটক করেন। অধ্যক্ষ সাইদুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও বিবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ।
জানা গেছে, গত সেপ্টেম্বর মাসের ৫ তারিখের রাতে উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়িয়া এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় কার্যালয় পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২৬ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত দেখিয়ে পরদিন বিকালে ভাঙ্গুড়া থানায় মামলা দায়ের করেন জুলফিক্কার নামের এক বিএনপি নেতা। সেই মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইদুল ইসলাম তালিকাভুক্ত একজন আসামী ছিলেন। বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি উপজেলা চত্বরে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শফিক হোসেন বলেন, রাজনৈতিক কার্যালয় ভাংচুরের মামলায় তালিকাভুক্ত আসামী সাইদুল ইসলামকে আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod