প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৮:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৪, ৯:১৮ পি.এম
ভাঙ্গুড়ায় ছোট ভাইকে দা-দিয়ে কুপিয়ে জখম করল বড় ভাই

পাবনার ভাঙ্গুড়া উপজেলায়
দোকান ঘরের পজিশন নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ধারালো দায়ের কোপে যখম হয়েছেন আরেক ভাই। গতকাল বিকাল ৩টার দিকে উপজেলার ভাঙ্গুড়া বাজার পুরাতন খেয়া ঘাট এলাকায় তাদের নিজ মিষ্টির দোকানে এ ঘটনা ঘটে।
এতে ছোট ভাই বড় ভাইকে প্রধান আসামী করে ছয় জনের নাম উল্লেখ করে থানায় অভিয়োগ দায়ের করেছে।
এজাহার সুত্রে জানাযায় আরিফ হোসেন এবং আতিক হোসেন সহদর ভাই, তারা রাংগালিয়া গ্রামের মৃত আকতার হোসেনের পুত্র। দুই ভাই এক সাথে ব্যাবসা করছিলো সেই দোকানেই।বাবার সম্পত্তি ভাগ বাটোয়ারা পর থেকে তাদের বনি বনা হচ্ছিল না ।
আতিক হোসেন এবং আরিফ হোসেনের মা আনোয়ারা বেগম বেছে থাকায় দুই ভাইয়ের বিরোধ নিস্পত্তির লক্ষে মৌখিক ভাবে দোকান সম বন্টন করে দেন এবং মাঝ বরাবর টিনের বেড়া দিয়ে ব্যাবসা পরিচালনা করার ব্যবস্থা করে দেন।
গতকাল ৩ টার দিকে আতিক সহ ৫ / ৬ জনের দল অতর্কিত ভাবে দোকানে প্রবেশ করে টিনের বেড়া সহ দোকানের সরমজামদি ভাংচুর শুরু করে। আরিফুল বাধা দিতে গেলে প্রথমে কয়েক জন আরিফুলকে বেধরক পেটায়। পরবর্তীতে আতিকের হাতে ধারালো দা দিয়ে মাধায় আঘাত করলে আরিফুল মাটিতে লুটিয়ে পরলে আতিক সহ উপস্থিত সবাই স্থান ত্যাগ করলে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আরিফুলের বড় ভাই আতিকের কাছে জানতে চাইলে আতিক বলেন ,আমি দা দিয়ে কোপ দেইনি আরিফুলের মাথায় টিনের আঘাতে কেটেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) মোঃ আব্দুল করিম বলেন এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে এবং একটি দা উদ্ধার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod