Breaking News :

রাজশাহীর বাগমারায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম দাখিল করলেন কোহিনূর বানু

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর বাগমারায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করছেন হাটগাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষিকা কোহিনূর বানু।

রবিবার দুপুর ১২ টার সময় উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে নির্বাচন কর্মকর্তা আব্দুল মজিদের হাতে মনোনয়ন ফরম দাখিল করেন কোহিনুর বানু। তিনি বাগমারা উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি।

এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল, হামির কুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ভবানীগঞ্জ পৌরসভার কাউন্সিলার শরিফুল ইসলাম(তুহিন) বাগমারা উপজেলার যুবলীগের অন্যতম সদস্য মমিনুল ইসলাম (মাসুম)। বাগমারা উপজেলা মহিলা যুবলীগের সভাপতি শামীমা আক্তার ও সাধারণ সম্পাদক পারভিন আক্তার, সাহিদা পারভীন। গোবিন্দপাড়া ইউনিয়নের যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি জুলেখা রহমান, গোবিন্দপড়া মহিলা আওয়ামীলীগের সভাপতি আসমা বিবি, সাধারণ সম্পাদক তহমিনা আক্তার সহ নেতৃবৃন্দ।

কোহিনুর বানুর বাড়ী বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বাড়ী গ্রামে। প্রথম বারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করার লক্ষ্যে সকলের নিকট দোয়া ও সমর্থন চেয়েছেন তিনি।

কোহিনুর বানু দীর্ঘ সময় ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে ঘুরে লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করে আসছেন।এবারের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের আশা করছেন তিনি। এরই মধ্যে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে সবার মাঝে পরিচিতি পেয়েছেন কোহিনূর বানু।

মনোনয়ন ফরম দাখিল শেষে সহকারি শিক্ষিকা কোহিনূর বানু বলেন, আমি বাগমারা উপজেলায় দীর্ঘ সময় ধরে রাজনৈতিক করছি। চাকরীর পাশাপাশি রাজনীতির মাধ্যমে উপজেলা বাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছি।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। জনগণ আমার সঙ্গে আছে। আমি আশাবাদী উপজেলাবাসী আমাকে বিপুল ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com