স্টাফ রিপোর্টার
রাজশাহীর বাগমারায় এক বালককে ঘরে আটকে রেখে মারপিটের অভিযোগ উঠেছে। পরকীয়ার সন্দেহ করে আকাশ (১৭) নামক এক বালককে ঘরে আটকে রেখে মারপিট করে গুরুত্ব জখম করে প্রতিবেশিরা।
মঙ্গলবার ( ৯ এপ্রিল- ২০২৪) রাত ৮ টার সময় শুভডাঙ্গা ইউনিয়নে বাইহাছা গ্রামে এ ঘটনা ঘটে । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাইগাছা গ্রামের মাফুজ রহমানের সাথে অভিযুক্ত আকাশ যৌথভাবে স্বর্ণের ব্যবসা করেন দুজনের মাঝে ব্যবসা ও বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এই সম্পর্কে জেরে মাহফুজের বাসায় যাওয়া আসা করেন আকাশ।
পুলিশ ও সাংবাদিকের জিজ্ঞাসা বাদে আকাশ বলেন, আমার বন্ধু মাহফুজের বাড়ীতে আমার রেখে যাওয়া হেড ফোন ও হেয়ার ড্রাইয়ার চুল শোকানোর যন্ত্রটি নেয়ার জন্য এসেছি। কিন্তু মাহফুজের স্ত্রী আখিঁ খাতুনের (২৫ ) সাথে আমার পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করে প্রতিবেশি সাব্বির ইংরেজ মামুন সহ অজ্ঞাত ৬/৭ জন ব্যক্তি এসে আমাকে ঘরে আটকে রেখে মারপিট করে গুরুত্বর জখম করে। আমার মা আয়েশা বিবি ঘটার স্থলে গেলে তারা মারপিট করে ছেলা ফুলা জখম করে।
পরে ৯৯৯ হেল্প নাম্বারে ফোন দিলে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাব - ইন্সপেক্টর জয়দেব ও আঃ মাজেদ সঙ্গীফোর্স সহ ঘটনার স্থলে গিয়ে আকাশকে উদ্ধার করে।
আখিঁ খাতুন সাংবাদিকে বলেন, আকাশ আমার স্বামীর বন্ধু এর সাথে আমার কোন পরকীয়া সম্পর্ক নাই। এবং কোন অভিযোগ নাই আমার বিষয়ে মিথ্যা অভিযোগ এনেছে প্রতিবেশিরা।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod