আলিফ আরিফা কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে ঢাকা গ্রুপ লিমিটেড এর অঙ্গ প্রতিষ্ঠান টাটকা বাংলা এগ্রুো ইন্ডাস্ট্রিজ শুভ উদ্বোধন উপলক্ষে বিশেষ দোয়া শেষে ইফতার আয়োজন করা হয়।
শনিবার সন্ধ্যয় উপজেলার মোক্তারপুর টাটকা বাংলা এগ্রুো ইন্ডাস্ট্রিজ সংলগ্ন মাঠে উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও
ভাইচ চেয়ারম্যান ( স্বতন্ত্র) প্রার্থী এম এ সাদ্দাম হোসেন রুবেল পালোয়ানের অর্থায়নে আলোচনা ও এক বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে জেলা ও উপজেলার আ' লীগ, বিভিন্ন মাদ্রাসার এতিম, গরিব শিক্ষার্থীসহ বিভিন্ন গ্রাম ও ওয়াডের আগত মেহমানদের মাঝে ইফতার বিতরন করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। এ সময় বক্তব্য রাখেন -উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ. ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ইউনিয়ন আ'লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন,আ' লীগ নেতা শামসুজ্জামান, কবির হোসেন পালোয়ান, কামাল হোসেন, টাটকা বাংলা এগ্রুো ইন্ডাস্ট্রিজ এর মালিক এম এ সাদ্দাম হোসেন রুবেল।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod