Breaking News :

রাজশাহীর বাগমারায় পূর্ব শত্রুতার জেরে ধান গাছ কেটে ফেলার অভিযোগ

স্টাফ রিপোর্টার

রাজশাহীর বাগমারায় পূর্ব শত্রুতার জেরে দিনে দুপুরে ধান গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গিয়েছে।রবিবার (২৪ মার্চ ২০২৪ ইং ) দুপুরে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের রমজান পাড়া গ্রামের মৃত রহমতুল্লা মন্ডলের ছেলে মোঃ আসাদুজ্জামান বাদী হয়ে একই গ্রামের মৃত ফজের আলীর ছেলে আবুল হোসেন মাস্টার (৬২) বোরহান উদ্দীন সহ অজ্ঞাতনামা আরও ৫/৭ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক সাড়ে বারটার সময় দেশীয় হাসুয়া লোহার রড, জাঠি রাম- দা সহ রমজান পাড়া গ্রামের কানচ কুড়ি বিলে ১ বিঘা জমি থেকে ধানের গাছ কেটে ফলেছে দুর্বৃত্তরা।

এতে ওই জমির মালিক মোঃ আসাদুজ্জামান প্রায় ৪৫ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি লিখিত অভিযোগ করেন।

এই বিষয়ে, রমজান পাড়া গ্রামের স্হানীয় বাসিন্দা
মোঃ আনিছার রহমান ও নেক বর রহমান বলেন, দিনে দুপুরে ধানের গাছ কেটে ফেলেছে, আবুল হোসেন সহ তার লোকজন।

এই বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ রায় বলেন, ধানের গাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com