
তানোর উপজেলা প্রতিনিধ
রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। জানা গেছে, গত ২৩ মার্চ শনিবার ইউপি আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক মুন্সেফ আলী, বাধাইড় ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আতাউর রহমান, সম্পাদক রবিউল ইসলাম, কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুল ইসলাম, প্রকৌশলী মাহাবুর রহমান মাহাম ও মোর্শেদুল মোমেনিন রিয়াদপ্রমুখ।
প্রধান বক্তা বলেন, এবার উপজেলা নির্বাচন হব চ্যালেন্জিং আমাদের মধ্যকার সকল মতপার্থক্য পরিহার করে আমাদের মতৈক্য পৌঁছাতে হবে। তিনি বলেন, এবার দলীয় প্রতিক থাকবে না, অনেকে এসে আওয়ামী পরিবারের সন্তান দাবি ও মায়া কান্না করে সুবিধা নিতে চাইবে, তাই এবার আমাদের আরো বেশী সতর্ক থাকতে হবে। তিনি বলেন, আগামি নির্বাচনে আওয়ামী লীগ তথা এমপির সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, আপনাদের সকলকে নিজ নিজ দায়িত্ব থেকে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরে আওয়ামী লীগের পক্ষে জনমত গড়ে তুলতে কাজ করতে হবে। তিনি বলেন, কারো কোনো হুমকি-ধমকি মন ভোলানো কথায় কান দেয়া যাবে না। আপনাদের দোয়ায় আবারো আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিজয় হবে ইনশাল্লাহ্।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod