স্টাফ রিপোর্টার
মোঃ জলিলুর রহমান
দৈনিক হালচাল ক্রাইম নিউজ,পটুয়াখালী।
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ৬নং মজিদবাড়িয়া ইউনিয়নের দুই পরিবারের পারিবারিক কলহের উপর ভিত্তি করে,একটি গো বৎসের সামনের বাম পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আঃ রাজ্জাক গাজী।এ বিষয়ে ভুক্তভোগী মোঃ আঃ রাজ্জাক গাজী সাংবাদিকদের বলেন,আজ আনুমানিক দুপুর আড়াইটার টার দিকে আমার গরু দেড় মাস বয়সের বাছুর সহ মাঠে বাধা ছিল।কিছুক্ষণ পরে লোকজনের ডাক চিৎকার শুনে কাছে গিয়ে দেখি বাছুরের সামনের বাম পাথেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে এবং বাম পায়ের রগ কেটে দিয়েছে আমার নিকটতম প্রতিবেশী কসাই রিয়াজ।আমি সেখানে রক্তের দাগ ধরে গিয়ে দেখি রিয়াজের গম ক্ষেতের পাশ থেকে রক্ত পড়া শুরু হয়ে আমার ক্ষেত পর্যন্ত আসে।অতঃপর স্থানীয় লোকজনের পরামর্শে আমি দ্রুত বাছুরের চিকিৎসার ব্যবস্থা করি।এমত অবস্থায় আমি সামান্য একজন অটো চালক হিসেবে ছেলে সন্তানাদি পরিবার নিয়ে কোনমতে এলাকায় বসবাস করে আসছি। কিন্তু এখন যে অবস্থা চলছে তাতে আমার ছেলে সন্তান পরিবার এর কোন নিরাপত্তা পাচ্ছিনা।আমার ধারণা যেকোনো সময় এই কসাই রিয়াজ আমার পরিবারের উপর হামলা করতে পারে,তাই আমি রিয়াজকে আইনের আওতায় এনে এর সুষ্ঠু বিচার দাবি করি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod