Breaking News :

দুমকীবতে চিকিৎসা সেবায় সাধারণ মানুষের মাঝে হাওলাদার ফাউন্ডেশনের দুইটি অ্যাম্বুলেন্স উপহার।

রিপোর্টারঃ-মো.মিজানুর রহমান,পটুয়াখালী প্রতিনিধি-পটুখালীর দুমকিতে লিংক :মানব সেবা পরম ধর্ম, এর দৃষ্টাম্ত স্থাপন করলেন দুমকী উপজেলার কৃতি সন্তান হাওলাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাওসার আমিন হাওলাদার।দুমকীবাসীর চিকিৎসা সেবার জন্য উপহার দিলেন দুইটি অ্যাম্বুলেন্স।দুমকী উপজেলার অসহায় ও গরীব দুঃখী মানুষের চিকিৎসা সেবার জন্য দুইটি অ্যাম্বুলেন্স উপহার হিসেবে হস্তান্তর করলেন হাওলাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাল্টা আওয়ামীলীগের সভাপতি কাওসার আমিন হাওলাদার।রবিবার দুমকী উপজেলার দুমকী নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ অ্যাম্বুলেন্স উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল মাধ্যমে কমিটির হাতে চাবি হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন সহ অন্যান্যরা।হস্তান্তরকৃত দুইটি অ্যাম্বুলেন্সের এক বছরের তেলের খরচ,চালকের বেতন সহ আনুষাঙ্গিক খরচ হাওলাদার ফাউন্ডেশন বহন করবে বলেও জানা যায়। কাওসার আমিন হাওলাদার,প্রতিষ্ঠাতা হাওলাদার ফাউন্ডেশন ও সভাপতি মাল্টা আওয়ামী লীগ।চিকিৎসা জন্য বিনা মূল্যে অ্যাম্বুলেন্স সেবা পেয়ে খুশি সাধারণ জনগন।তারা কাওসার আমিন হাওলাদারকে আন্তরিক ধন্যবাদ জানান।এছাড়া দুমকী বাসীর চিকিৎসার জন্য একটি হাসপাতাল মির্মান করে দিবে কাওসার আমিন।এ অ্যাম্বুলেন্স দুইটি সাধারণ মানুষের চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখবে বলে মনে করেন দুমকি উপজেলা সাধারণ খেটে খাওয়া মানুষ।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com