প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৭:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২৪, ৭:০৮ পি.এম
খুলনা কয়রা সদর উপজেলার কয়রা বাজারের রাস্তার বেহাল অবস্থা

- স্টাফ রিপোর্টার: আশিকুজ্জামান খুলনা♥উপজেলা কয়রা বাজারে রাস্তার বেহাল অবস্থা কিছু অসাধু ঠিকাদারদের কারণে রাস্তা করার অল্প সময়ের মধ্যে পিস ঢালাই রাস্তার বেহাল অবস্থা এই সকল অসাধু ঠিকাদারদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুক ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। সেই সাথে এমপি সাহেবের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আপনি আমাদের অভিভাবক জননেত্রী শেখ হাসিনা মহোদয়ের আস্থাভাজন, আমরা বিশ্বাস করি আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন আসছে বর্ষাকাল বৃষ্টি কাল এই বৃষ্টি কালে যখন রোডে পানি জমবে তখন এক্সিডেন্ট করে মানুষের অনেক ক্ষতি হতে পারে , বিশেষ করে যারা পথচারী ঐখান থেকে চলাচল করবে তারা যাতায়াতে অসুবিধায় ভুগবে। এমপি মহোদয়ের কাছে আমাদের একটা দাবি এই ধরনের অসাধু ঠিকাদার ভবিষ্যতে রাস্তার কোন কাজ করতে না পারে, সেই সাথে আপনার মাধ্যমে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আমরা সেই আশায়ই ব্যক্ত করছি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod