Breaking News :

করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।

স্টাফ রিপোর্টার

মোঃ জলিলুর রহমান,
দৈনিক হালচাল ক্রাইম নিউজ,বরগুনা।

আজ পহেলা মার্চ ২০২৪ ইং,
বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মতে প্রতিবছর মার্চ মাসের ১ তারিখ এই দিনটি জাতীয় বীমা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।প্রতি বছরের ন্যায় এবারও সারাদেশে বীমা দিবস পালিত হচ্ছে। দেশের অন্যান্য জেলা গুলোর মতই বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় বীমা দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।বরগুনা জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে জীবন বীমা কর্পোরেশন সহ অন্যান্য বেসরকারি বীমা প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে র‍্যালি নিয়ে বরগুনা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।গুরুত্বপূর্ণ সড়ক গুলো ঘুরে এসে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিমার প্রতি অবদানের উপর ভিত্তি করে সংরক্ষিত একটি ভিডিও প্রামাণ্য চিত্র পর্যবেক্ষণ ও চেক বিতরণের আয়োজন করা হয়।উক্ত সভায় জেলা প্রশাসকের অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শুভ্র দাস। তিনি বলেন আজ জাতীয় বীমা দিবস, আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর হাত ধরেই এই বীমা কোম্পানির শুভ সূচনা হয়েছিল। তিনি নিজেও বীমা কোম্পানিতে চাকরি করতেন। জাতির পিতার বীমা কোম্পানিতে চাকরি নেওয়ার দিনটিকেই বীমা দিবস হিসেবে পালন করা হয়। বছর বীমা দিবসের প্রতিপাদ্য বিষয় হল করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।আলোচনা সভা শেষে জীবন বীমা কর্পোরেশন সহ অন্যান্য বেসরকারি কিছু প্রতিষ্ঠানের মেয়াদ পূর্তি ও বীমা মৃত্যু দাবি চেক হস্তান্তর করা হয়।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com