Breaking News :

নড়াইল জেলার কাশিপুর ইউনিয়নে নুসরাত নামে এক শিশুর লাশ পাওয়া গেলো

 

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা পশ্চিমপাড়া খায়ের কাজির ছেলে সজিব গাজির মেয়ে নুসরাত জাহান তিন এর হত্যার অভিযোগ উঠেছে।নুসরাত সজীব কাজির প্রথম স্ত্রীর মেয়ে সজীব দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রীর সাথে বর্তমান সম্পর্ক নেই।আজ আনুমানিক বেলা একটায় নুসরাতের লাশ তাদের ঘরে পাওয়া যায়,খোঁজ নিয়ে জানা গেছে নুসরাতের সৎ মা মাঝেমধ্যে তাকে অত্যাচার করত নুসরাতের ফুফু ও দাদি সাথে কথা বলে জানা গেছে যে নুসরাতকে কে তার সৎ মা অত্যাচার করত ।নুসরাতের বাবা ও সৎ মা এখন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com