রিপোর্টারঃ-মো.মিজানুর রহমান,পটুয়াখালী প্রতিনিধি
দুমকীতে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হতে শুরু করেছে রাজনৈতিক,সামাজিক ও শুশীল মহল।উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ-প্রত্যাশীরা ইতিমধ্যে নানা কৌশল অবলম্বন করে নিজের প্রার্থীতার জানান দিচ্ছেন।বিভিন্ন সভা সমাবেশ,কর্মী সভা,তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্হিত, মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান,কর্মী-সমর্থকদের নিয়ে জাতীর পিতার মাজার জিয়ারত,হাটবাজার গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় জনসংযোগ,সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা,অভিনন্দন,উঠান বৈঠক ও দোয়া চাওয়ায় সরগরম হয়ে উঠেছে সর্বমহল।

এছাড়াও রাজনৈতিক মহলে ব্যাপক লবিং গ্রুপিং চলছে পুরোদমে।উপজেলার আনাছে কানাছে হোটেল কিংবা চায়ের দোকানে হরহামেশা নির্বাচনী সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে রসাত্মক হিসাব নিকাশ।তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য সম্ভাব্য আগামী ১৮মে আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দুমকী উপজেলায় যাদের নাম শোনা যাচ্ছে এবং নিজের প্রার্থীতার জানান দিচ্ছেন
তারা হলেন, ১.সাবেক কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক,পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক,বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও দুমকী উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত এবং বর্তমান চেয়ারম্যান ড. হারুন-অর-রশীদ হাওলাদার।তিনি ইতিমধ্যে উপজেলার বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা, রাজনৈতিক ও সামাজিক সভা-সমাবেশে নিজের প্রার্থীতার জানান দিচ্ছেন-২. পটুয়াখালী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পটুয়াখালী চেম্বার অফ কমার্সের সদস্য ও দুমকী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান সিকদার।তিনি এলাকায় ইতিমধ্যে নিজের প্রার্থীতা ও সমর্থন চেয়ে দোয়া প্রার্থনা করছেন এবং হাট- বাজার, সামাজিক -সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে সমর্থনের চেষ্টা অব্যাহত রেখেছেন।৩.সাবেক পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,দুমকী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, মুরাদিয়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সিকদার। তিনিও নিজের প্রার্থীতার ইচ্ছা প্রকাশ করেছেন-৪. দুমকী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও আঙ্গারিয়া ইউনিয়নের চার বার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা'র সাথে যোগাযোগ করা হলে তিনিও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান। ৫.সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা,পায়ারা সিরামিক ইন্ডাজট্রিজ লিঃ এর চেয়ারম্যান ও পায়রা সপিং পয়েন্ট কমপ্লেক্সের ম্যানেজিং পার্টনার বিশিষ্ট ব্যবসায়ী এবং গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এ্যাডভোকেট মেহেদী হাসান মিজান।তিনি বিভিন্ন হাটবাজার,শিক্ষা প্রতিষ্ঠান পাড়ায় মহল্লায় উঠান বৈঠকের মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছেন। ৬. ঢাকাস্হ দুমকী উপজেলা জনকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি,দুমকী উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ রুহুল আমিন।তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, শুশীল মহলে নিজের প্রার্থীতার জানান দিচ্ছেন, ৭.পটুয়াখালী জজকোর্টের সাবেক এপিপি, দুমকী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ হুমায়ূন কবির বাদশা।তিনি ইতিমধ্যে উপজেলার বিভিন্ন হাটবাজারে, পাড়ায় মহল্লায় জনসাধারণের সাথে কুশল বিনিময় ও দোয়া প্রার্থনা করছেন,৮.ইউরোপের দেশ মাল্টা আওয়ামীলীগের সভাপতি, হাওলাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কাওসার আমিন হাওলাদার বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক,মিডিয়া,ধর্মীয় অনুষ্ঠান ও এলাকায় উঠান বৈঠকে নিজের প্রার্থীতার ব্যাপারে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন,৯.দুমকী উপজেলা পরিষদের ২বার নির্বাচিত সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোসা: নাসিমা বেগমের পারিবারিক সূত্রে জানা যায় তিনিও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে লড়বেন।তবে আসন্ন দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে শেষ পর্যায়ে কত জন প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হন তা নিয়ে রাজনৈতিক ও শুশীল মহলে চলছে নানা হিসাব নিকাশ।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod