রিপোর্টার:জাহিদুল ইসলাম, বিভাগীয় প্রধান,
খুলনা:পরিবেশ বিধ্বংসী লবন পানি বিরোধী আন্দোলন শুরু হয় ৮০ দশকের দিকে।সেই আন্দোলনে নেতৃত্বদানকারি নেতা ছিলেন কয়রা -পাইকগাছার বর্তমান সাংসদ মো: রশিদুজ্জামান মোড়ল এবং তার সহযোগী হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন কয়রা উপজেলা আ:লীগের বর্তমান সাধারণ সম্পাদক বাবু নিশিত মিস্ত্রি সহ আরো অনেকে।কয়রা-পাইকগাছা অঞ্চলের মানুষের প্রানের দাবি লবন পানি মুক্ত কৃষি জমি চাই, সেই

আন্দোলনে সাধারণ মানুষকে জাগ্রত করার কাজটি করেছিলেন নিশিত মিস্ত্রি বাবুরা।আজ সেই আন্দোলন আবার দানা বেঁধে উঠেছে এবং তার নেতৃত্বে আছেন সেই পুরাতন মুখ গুলো।তাদের নেতৃত্বে মানুষ আবার স্বপ্ন দেখা শুরু করেছে। মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে তাদের নেতা বর্তমান সাংসদ মো:রশিদুজ্জামান মোড়ল কয়রা -পাইকগাছার অভিভাবক হয়ে এসেছে এবং তাদের সেই সোনালী স্বপ্নের বাস্তবায়ন খুব নিকটে।এবার জনগণের জয় হবেই।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod