Breaking News :

নড়াইলে মাদক মামলায় মণিরামপুরের তরিকুলের যাবজ্জীবন কারাদন্ড

রিপোর্টার : খান মোহাম্মদ ওসমান গনী 

নড়াইলে মাদক মামলায় তরিকুল ইসলাম নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল জেলা অতিরিক্ত দায়রা জজ মুহাম্মাদ আকরাম হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন । যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তরিকুল ইসলাম যশোরের মনিরামপুর থানার শ্যামকুর গ্রামের মৃত নেছার আলী সরদারের ছেলে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

 


মামলার বিবরণে জানা যায়, বিগত ২০১২ সালের ২৮ ডিসেম্বর দুপুর ১টা ৩০ মিনিটে সময় নড়াইলের কালিয়া থানাধীন পেড়লী গ্রামের ফাজেল মোল্যা রোডের মুরাদ শেখের বাড়ির পাশে মাদকদ্রব্য উদ্ধার অভিযানকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় মাদক কারবারি তরিকুলকে তার দুই হাতে দুইটি ব্যাগ থেকে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ পেড়লী পুলিশ ক্যাম্প আটক করে। পরে এ ঘটনায় কালিয়া থানায় একটি মাদক মামলা দায়ের করে পুলিশ। পরে পুলিশ তার বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্বে অভিযোগ প্রমাণ হওয়ায় এ দণ্ডাদেশ দেন ।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com