রিপোর্টারঃ ক্রাইম রিপোর্টার যশোর
যশোরের মনিরামপুর উপজেলায় পুলিশের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।সোমবার রাতে মণিরামপুর পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।আহত এসআই বক্কর মণিরামপুর থানায় সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত। এঘটনার পর পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।আহত এসআই বক্কর জানান,তারা খবর পান ঐ এলাকার কমিশনার বাবুল ও আদমের নেতৃত্বে শতাধিক লোক মোশারফ নামের এক শাড়ী ব্যবসায়ীর দোকানে হামলা চালায়।এসময় তাকে অবরুদ্ধ করে রাখে।পরে মণিরামপুর থানার ওসির নির্দেশে তিনি ঘটনাস্থলে যান।তাকে দেখেই বাবুলসহ অন্যরা ক্ষিপ্ত হয়ে উঠেন।পরে তার উপর হামলা চালান।এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মীর রেজাউল হোসেন জানান,খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে যায়।এ ঘটনার নেতৃত্বে যারা রয়েছেন তাদেরকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod