রিপোর্ট- মোঃ জলিলুর রহমান,স্টাফ রিপোর্টার পটুয়াখালী
পটুয়াখালী জেলা,মির্জাগঞ্জ উপজেলার ৫নং কাকড়াবুনিয়া ও ৬নং মজিদবাড়িয়া দুই ইউনিয়নের সংযোগ স্থাপন করা কাঠের তৈরি ভাঙ্গা পুল দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ঝুঁকি নিয়ে পারাপার।ভাটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছর প্রায় দেড় শতাধিক ছাত্রছাত্রী লেখাপড়া করে আসছে।এদের মধ্যে অধিকাংশ ছাত্রছাত্রী মজিদবাড়িয়া ইউনিয়নের স্থায়ী কিন্তু তাদের যাতায়াত এই খালের উপরে কাঠের তৈরি ভাঙ্গা পুল দিয়ে। প্রতিবছর এখানে ছাত্র-ছাত্রীদের পানিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।বেশ কিছু ছাত্র-ছাত্রী আছে যারা একেবারে গ্রামের ভিতরে অবস্থিত তারা বর্ষা মৌসুমে নৌকা যোগে এসে এই পুল পার হয়ে বিদ্যালয়ে উপস্থিত হয়।তাই পুলটি সংস্কার তথা পাকা নির্মাণ হলে স্থানীয় ছাত্র-ছাত্রীদের আসা-যাওয়ায় বেশ সুবিধা হয়।তাই মজিদবাড়িয়া ইউনিয়নের করমজাবুনিয়া গ্রামবাসীর প্রাণের দাবি এই ব্রিজটি পাকা হোক।
এ বিষয়ে গ্রামবাসীরা জানান,আমাদের ছেলেমেয়েরা এই স্কুলে পড়তে যায় সেখানে একটি ব্রিজ হলে তাদের যাওয়া আসায় অনেক সুবিধা হয়।এই ব্রিজটি ভেঙ্গে যাওয়ার ফলে ছাত্র-ছাত্রীদেরকে প্রায় দুই কিলোমিটার পথ ঘুরে স্কুলে আসতে হয় এবং সেখানে মহাসড়ক পেরিয়ে যেতে হয় তাই আমরা সারাক্ষণ ভয়ে থাকি কোন দুর্ঘটনা ঘটে কিনা।

অতএব দৈনিক হালচাল ক্রাইম নিউজ পত্রিকার সংবাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানাই আমাদের এই প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজটি যাতে পাকা করে দেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod