রিপোর্টারঃ-পটুয়াখালী প্রতিনিধি--যথাযথ মর্যাদায় পটুয়াখালীর দুমকিতে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।দিবসের প্রথম প্রহরে মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে দুমকি উপজেলা প্রশাসন ও পরিষদ আয়োজিত কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংসদ সদস্য,উপজেলা প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মৃতি স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. হারুন অর রশীদ হাওলাদার,ইউএনও অনামিকা নজরুল,আ'লীগের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম,মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা,থানার অফিসার ইনচার্জ তারেক মো.আবদুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।এছাড়াও প্রশাসনের কর্মকর্তা,বিভিন্ন ইউপি চেয়ারম্যান,রাজনৈতিক সংগঠনের উপজেলা,ইউনিয়ন ও ইউনিট পর্যায়ের নেতা-কর্মী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod