পাবনার ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি: ৪০ ভরি সোনা,২০ লক্ষ টাকা লুট
Channel আই’এর সেরা কন্ঠে ২০২৩ শিল্পী মাসুদ এর একক সংগীত অনুষ্ঠান সম্পূর্ণ

রিপোর্টঃ–দিদার আলম,স্টাফ রিপোর্টার-
১৬ই ফেব্রুয়ারি-২০২৪ইং রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় শেখ মুজিব রোড এস্তর রাজপ্রাসাদ কনভেশন হলে চ্যানেল আই’য়ের সেরা কন্ঠে ২০২৩ এর শিল্পী মাসুদ এর একক সংগীত অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
মিডিয়া পার্টনার”অপরূপ টিভি অনলাইন”দৈনিক সূর্যোদয়”
চ্যানেল আই’য়ের সেরা কন্ঠে ২০২৩ এর মোট ৩২ হাজার নতুনদেরকে নিয়ে প্রতিযোগিতা করেন।এরমধ্যে মাসুদ ২১তম পর্যন্ত ছিলেন মাসুদ চ্যানেল আই’য়ের জন্য অপরূপ টিভি অনলাইন এর পক্ষ হতে শুভকামনা।যেহেতু চ্যানেল আই’য়ের রিয়েলিটি শো থেকেই আমি এসেছি,ফলে চ্যানেল আই’য়ের জন্য শুভ কামনাটা সবসময়ই থাকে। চ্যানেল আই অনেক ভাল ভাল অনুষ্ঠান করছে।অনেকগুলো রিয়েলিটি শো করছে।
পাশাপাশি গানের অনুষ্ঠানও করছে।আশা করি,ভবিষ্যতে তারা আরও ভাল অনুষ্ঠান করবে।প্রতিটি সেক্টরকেই তুলে ধরবে এবং বাংলাদেশকে প্রেজেন্ট করবে।চ্যানেল আই’য়ের কাছে”অপরূপ টিভি অনলাইন”এর চেয়ারম্যান মো.জিন্নাত আলী’র এটাই প্রত্যাশা।