রিপোর্টারঃ-মো.জলিলুর রহমান,বিশেষ প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালী জেলা,মির্জাগঞ্জ উপজেলার খলিশাখালি বাজার সংলগ্ন ভাষা একাডেমি প্রাইভেট হোম এর ক্রিকেট প্রতিযোগিতায় নিরঙ্কুশ বিজয়।ভাষা একাডেমি প্রাইভেট হোম ঢাকা-বরগুনা মহাসড়ক সংলগ্ন অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত এবং অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত।অত্র প্রতিষ্ঠানের,পরিচালক ১|মৃনাল কান্তি হালদার প্রভাষক অর্থনীতি,কিসমতপুর দেলোয়ার হোসেন কলেজ,২|এ বি এম সাগর(বি এস সি অনার্স,এম এস পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।তাদের অক্লান্ত পরিশ্রমে গড়ে তোলা ভাষা অ্যাকাডেমি প্রাইভেট হোম।
তাদের সহযোগী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ হলেন,মোঃ সাইফুল ইসলাম(প্রভাষক মার্কেটিং,কিসমতপুর দেলোয়ার হোসেন কলেজ),কে এম রোয়েল(বি এ),মোঃ মিলন হাসান (প্রভাষক ফিন্যান্স,চান্দখালি মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ, আইসিটি শিক্ষক অ্যাম্বাসেডর বরগুনা)এবং জান্নাতুল ফেরদৌস(বি এ)

এখানে ছাত্র ছাত্রীদের বর্তমান পাঠ্যপুস্তক কারিকুলাম অনুসারে যুগোপযোগী শিক্ষা প্রদান এর পাশাপাশি একটি শ্লোগান আছে।আর তা হলো "চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে"।এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সকল ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সময়ে বিভিন্ন খেলাধুলা এবং হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।তারই ধারাবাহিকতায় এবার আয়োজন করা হয়েছে একটি ক্রিকেট(নাইট)টুর্নামেন্ট। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকি সহ আওয়ামী লীগের ত্যাগি নেতা নেত্রীবৃন্দ।

উপজেলা চেয়ারম্যান সাহেব নাইট টুর্নামেন্ট খেলার শুভ উদ্ভোধন করেন।সেখানে চান্দখালি একাদশ ও ভাষা একাডেমি প্রাইভেট হোম এই দুই গ্রুপের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই করে ভাষা একাডেমি প্রাইভেট হোম নিরঙ্কুশ বিজয় ও প্রথম পুরস্কার হিসেবে এল ই ডি টিভি জয়লাভ করেন।
সবশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে ভাষা একাডেমি প্রাইভেট হোম এর উত্তরোত্তর সফলতা কামনা করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod