রিপোর্টারঃ-মোসাঃ সুমনা বেগম-বাংলাদেশ অবহেলিত শ্রমিক কল্যান সোসাইটি কেন্দ্রীয় সংসদের স্হায়ী কমিটির সদস্যদের ও উপদেষ্টা মন্ডলীদের মতামতের ভিত্তিতে উক্ত সংগঠনের অথাৎ বাংলাদেশ অবহেলিত শ্রমিক কল্যান সোসাইটির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারন সম্পাদক পদে শ্রমজীবী মানুষের কাছের মানুষ।

মানবিক নেতা--
দুরান্ত টিভি২৪ (আইপি টেলিভিশন)ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক ডা.মোঃ এনামুল হক নির্বাচিত হয়েছেন।বাংলাদেশ অবহেলিত শ্রমিক কল্যান সোসাইটি কেন্দ্রীয় সংসদ চেয়ারম্যান শেখ শাহাবুদ্দিন শান্ত বলেন আশা করি সংগঠনের গঠনতন্ত্র মেনে অবহেলিত শ্রমিক ভাই বোনদের কল্যান মানবিক কাজ করবেন।তিনি বলেন সংগঠনের পক্ষ থেকে দীর্ঘায়ু কামনা করেন।জয় বাংলা জয় হোক মেহনতি মানুষের।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod