Breaking News :

যশোরের শার্শায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।

রিপোর্ট-ক্রাইম রিপোর্টার যশোর-যশোরের শার্শাথানা এলাকায় অভিযান পরিচালনা করে ২২০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ সদস্যরা।আটক আসামী হলেন,শার্শাথানার লাউতাড়া মাঝেরপাড়া গ্রামের সোলায়মানা হোসেনের ছেলে মিলন হোসেন (৩৫)ও মির্জা আহম্মেদের ছেলে মাসুদ হাসান রিপন (৩০)উভয় থানা শার্শা যশোর।

বৃহস্পতিবার ১৫ ফেব্রয়ারী দুপুরে ডিবি পুলিশ জানায়,শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত ১০ টার সময় শার্শা থানাধীন ১০নং শার্শা ইউনিয়নের শার্শাস্থ যশোর টু বেনাপোল গামী সড়কের পাশে বাবলু মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদের আটক করা হয়।জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান ৬৬,০০০হাজার টাকা।

যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান,এ সংক্রান্তে শার্শা থানায় এজাহার দায়ের করা হয়।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com