Breaking News :

উপকূলীয় অঞ্চলের সুবিধা বঞ্চিত নারীদের স্বপ্ন দেখাচ্ছে জি সি এ প্রকল্প।

রিপোর্টারঃ মো.জাহিদুল ইসলাম,খুলনা বিভাগীয় প্রধান–বৈশ্বিক জ্বলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বাড়ার ফলে সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতার পরিমান বেড়ে গিয়ে প্রত্যেক বছর উপকূলীয় অঞ্চলের জেলা গুলোর নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে।এর ফলে স্থানীয় জনগণের জানমালের ব্যপক ক্ষয়ক্ষতি হচ্ছে।সুপেয় পানির অভাব দেখা দিচ্ছে দিনকে দিন।এছাড়া ও অতি বৃষ্টি,নদী ভাঙ্গন,অনাবৃষ্টি,ঝড়,সহ প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে।নদী গর্ভে চলে যাচ্ছে বসত ভিটা ও কৃষি জমি।পরিবার পরিজন নিয়ে অনেকেই বাচার তাগিদে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে।সুপেয় পানি সংগ্রহের জন্য নারীদেরকে মাইলের পর মাইল পথ হাটতে হয়।নারীরা যাতে করে ঘরের কাছে নিরাপদ পানি সংগ্রহ করে সময় বাচিয়ে সেই সময়কে আয় বর্ধনশীল কাজে নিজেকে নিয়োজিত করতে পারে এজন্য গ্রীন ক্লাইমেট ফান্ড ও বাংলাদেশ সরকারের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ অর্থায়নে এবং জাতিসংঘের উন্নয়ন মুলক সংস্থা ইউ এন ডিপি এর সহযোগিতায় জ্বলবায়ু সহনশীল চাষাবাদের জন্য নারীদেরকে আর্থিকভাবে স্বচ্ছলতা আনায়নের জন্য জন্য আর্থিক ও কারিগরি সহযোগিতা করে যাচ্ছে।এই প্রকল্পের আওতায় পরিবার ভিত্তিক ও প্রতিষ্ঠান এবং কমিউনিটি ভিত্তিক পানির ব্যাবস্থা করেছে।

নারীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে শাক,সবজি চাষ এবং মাছ,কাঁকড়া চাষের জন্য নারীদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছে।এই প্রতিকুল পরিবেশে নারীরা যাতে করে জীবিকা নির্বাহ করে টিকে থাকতে পারে এই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছে প্রকল্পটি।প্রকল্পের সাথে জড়িত নারীরা নতুন করে বাচার স্বপ্ন দেখছে।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com