পাবনার ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি: ৪০ ভরি সোনা,২০ লক্ষ টাকা লুট
লোহাগড়ায় প্রতিষ্ঠানের নামে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

স্টাফ রিপোর্টারঃ-নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চরপাচাইল খেয়াঘাটে ধর্মীয় প্রতিষ্ঠান করার নামে পৈত্রিক জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী।বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী সকাল ১০ টায় চরপাচাইল খেয়াঘাটে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে ওই গ্রামের শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে ওই গ্রামের মাসুদ কাজি,রুস্তম মোল্যা ও আরমান সহ অনেকে বলেন মাওলানা সাফায়ত ধর্মকে পুজি করে পরের জমি দখল করছে।সে নারী লোভী,ভন্ড,ভুমি দস্যু।

এলাকায় সে জঙ্গি আস্তনা গড়ে তুলছে।ওই ভুমি দস্যু সাফায়েত বিভিন্ন অন্চল অপরিচিত লোক এনে তার নির্জন বাড়িতে বসে মিটিং করে।সে যে মাদ্রাসা ভবন করছে সেই জায়গা আমাদের।কেন সে পরে জমিতে ধর্মীয় প্রতিষ্ঠান করবেন? নিশ্চয়ই কোন রহস্য বিদ্যমান আছে।আরমান আরো বলেন ইতিপূর্বে পাচাইল গ্রামে কওমী মাদ্রাসার সভাপতি ছিলেন সাফায়েত আমি ও ওই কমিটির সেক্রেটারি ছিলাম।তখন দূর্নীতির দায়ে সাফায়েতকে উক্ত কমিটি থেকে বহিষ্কার করা হয়েছিলো।
মানববন্ধনের বক্তব্য শেষে ওই ভুক্তভোগী পরিবার ও উপস্থিত গ্রামবাসী একটি বিক্ষোভ মিছিল করেন।