রিপোর্টারঃ ডেস্ক রিপোর্ট -কুমিল্লার বুড়িচংয়ে ফুল বিক্রি করে খুশি মৌসুমী ব্যবসায়ীরা ফুলের দোকানে ক্রেতাদেরভীড় আজ পহেলা ফাল্গুন।একই দিনে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে ভালোবাসার দিন,বিশ্ব ভালোবাসা দিবস।বসন্ত বরণ ও ভালবাসা দিবস উপলক্ষে উপজেলায় বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বসেছে অনেক ফুলের দোকান।প্রিয়জনকে ভালোবাসা জানাতে সেই সব ফুলের দোকানগুলোতে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন তরুণ-তরুণী থেকে বিভিন্ন বয়সের মানুষ দোকানেগুলোতে গোলাপ থেকে শুরু করে নানা ধরনের ফুলের পসরা সাজিয়ে বসেছেন মৌসুমী ব্যবসায়ীরা।ক্রেতাদের আকৃষ্ট করতে চলছে গান-বাজনা।দোকানিরা বলছেন এই দিনে ভ্রাম্যমাণ দোকানগুলোতে ফুল ক্রেতাদের ব্যাপক সমাগম ঘটে।
সরেজমিন দেখা যায়,বুড়িচং সদর বাজার, কংশনগর বাজার,ময়নামতি বাজার সহ বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে ফুলের দোকান বসেছে।সব দোকানেই ক্রেতার সংখ্যা চোখে পড়ার মতো। ফুলের দাম অন্যান্য দিনের তুলনায় কয়েকগুণ বেশি।তবুও খুশি মনে ফুল কিনছেন ক্রেতারা।বেশি দামে বিক্রি করে খুশি ব্যবসায়ীরাও।ব্যবসায়ীরা জানান,এ বছর গোলাপ বিক্রি হচ্ছে প্রতি পিস ১০০-১৫০ টাকা,রজনীগন্ধার স্টিক ৬০টাকা, গ্লাডিওলাস প্রতি পিস ১শত টাকা,জারবেরা প্রতি পিস ৮০টাকা,ফুলে মোড়ানো রিং মেয়েদের মাথায় পড়ানো হয় বিক্রি হচ্ছে দুইশ থেকে আড়াইশ টাকায়।
ফুল কিনতে আসা আকাশ চৌধুরী বলেন,ফুলের দাম অনেক বেশি।তারপরও এই দিন ফুল কিনতে হয়,কিছুই করার নেই।ফুল ব্যবসায়ী রকেট হোসেন বলেন,ভালোবাসা দিবস উপলক্ষে অতিরিক্ত ফুল আনা হয়েছে।অবশ্য এ দিবস উপলক্ষে দাম একটু বেশি।তারপরও দাম বেশি মনে হলেও ক্রেতার চাহিদা অনেক।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod