রিপোর্ট-গোলাম রসুল,ক্রাইম রিপোর্টার যশোর-যশোরে অস্ত্রসহ সন্ত্রাসী সাগরকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা।সাইফুল ইসলাম সাগর আরবপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।সাগর দীর্ঘদিন ধরে ষষ্টীতলা এলাকায় ভাড়া থাকেন।র্যাব জানায়,সাগর মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে।মঙ্গলবার রাত ১১ টার পর তারা জানতে পারে সাগর অস্ত্রনিয়ে বাড়িতে অবস্থান করছেন।পরে তারা সাগরের বাড়ি ঘেরাও করে। এসময় সাগরতে আটক করে ও তার দেখানো নিজের বিছানার তোষকের নিচ থেকে ওয়ানশুটারগান উদ্ধার করে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।র্যাব আরও জানায় সাগর ২০১৬ সালে অস্ত্র সহ ডাকাতি করার সময় হাতে নাতে আটক হয়। এছাড়াও তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod